নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)ভুক্ত গণতান্ত্রিক যুবফোরাম ইপিজেডে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকদের ওপর গুলি করে শ্রমিকদের হতাহত করার ঘটনায় নিন্দা জানিয়েছে।
বিনা উস্কানিতে পুলিশ-র্যাবের হামলা ও নির্বিচার গুলি চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে হত্যাও আহত করা হয়েছে বলে এক বিবৃতিতে অভিযোগ করেছেন ফোরামের চট্টগ্রাম মহানগরশাখার সভাপতি জিকো মারমা।
শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবিকে যৌক্তিক অভিহিত করে তিনি বলেন, মালিকপ অতি মুনাফা অর্জন করলেওশ্রমিকদের বাঁচার জন্য ন্যূনতম মজুরি দিতে নারাজ। এজন্য শ্রমিকদের মধ্যেদীর্ঘ দিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
তিনি শ্রমিকদের ন্যায্য দাবিপূরণ, উক্ত শ্রমিককে হত্যার সাথে জড়িত পুলিশ-র্যাব সদস্যদের বিরুদ্ধেদ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, নিহতদের পরিবারবর্গকে যথোপযুক্ত তিপূরণও আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি জানান।