খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
রামগড়: চট্টগ্রাম আগ্রাসন দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে পিসিপি’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলার পিলাভাঙায় আজ ২০ আগস্ট মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা, ইউপিডিএফ’র রামগড় উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সুবীর ত্রিপুরা, মাটিরাঙ্গ উপজেলা ইউনিটের প্রধান সংগঠক অংসা মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আপ্রু মারমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা ও পরিচালনা করেন পিসিপি গুইমারা থানা শাখার সাধারণ সম্পাদক চিত্রজ্যোতি চাকমা।
রামগড় উপজেলার পিলাভাঙায় আজ ২০ আগস্ট মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তিময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় নেতা সচিব চাকমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা, ইউপিডিএফ’র রামগড় উপজেলা ইউনিটের প্রধান সংগঠক সুবীর ত্রিপুরা, মাটিরাঙ্গ উপজেলা ইউনিটের প্রধান সংগঠক অংসা মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আপ্রু মারমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা ও পরিচালনা করেন পিসিপি গুইমারা থানা শাখার সাধারণ সম্পাদক চিত্রজ্যোতি চাকমা।
সভায় বক্তারা বলেন, ১৯৪৭ সালের ২০ আগস্ট পাকিস্তানী আগ্রাসনের পর থেকে পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতনের মাত্রা বেড়ে যায়। যা আজো অব্যাহত রয়েছে। ভূমি আগ্রাসন থেকে শুরু করে চলছে সাংস্কৃতিক আগ্রাসনও। নানা ষড়যন্ত্রের জাল বিস্তার করে পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের বিতাড়িত করতে চায় শাসকচক্র। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২০ আগস্ট স্বাধীনতার মাত্র ৬ দিনের মাথায় পাকিস্তানী সামরিক বাহিনী বেলুচ রেজিমেন্ট প্রথমে রাঙামাটি দখল করে এবং সেখানে টাঙানো ভারতীয় পতাকা নামিয়ে পাকিস্তানী পতাকা উড়িয়ে দেয়। এরপর তারা পুরো পার্বত্য চট্টগ্রাম দখল করে তাদের শাসন কায়েম করে।