রাঙামাটিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বিভিন্ন মহলের নিন্দা-ক্ষোভ-প্রতিবাদ

0
16

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
গত ২৭ নভেম্বর দৈনিক কালের কন্ঠে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ-দরপত্র ছাড়াই এক বছরে ৩০ কোটি টাকার কাজশীর্ষক সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিবেদক ফজলে এলাহীসহ দৈনিক কালের কন্ঠের সম্পাদক আবেদ খান এবং প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দিন এর বিরুদ্ধে মামলা করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিনবুধবার রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম এর আদালতে তিনি এই পিটিশন মামলা করেনআদালত মামলাটি আমলে না নিয়ে রাঙামাটির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য সচিব মাইকেল চাকমা এক যুক্ত বিবৃতিতে রাঙামাটি জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে রিপোর্ট করায় কালের কণ্ঠ পত্রিকার স্থানীয় সংবাদদাতা ফজল এলাহীর বিরুদ্ধে হয়রানিমূলক মানহানি মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, উক্ত রিপোর্টের প্রতিবাদলিপি ছাপানোর পরও মামলার আশ্রয় নেয়া কালের কণ্ঠ সংবাদদাতার বিরুদ্ধে মামলাকারীর প্রতিহিংসা চারিতার্থ করার মানসিকতাকেই প্রতিফলিত করে, এবং সর্বোপরি তাসৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তথা সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল।

নেতৃবৃন্দ কালের কণ্ঠের রাঙামাটি সংবাদদাতা, সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা রেডক্রিসেন্ট সোসাইটি, শুভসংঘ-সুইডিশ, শুভসংঘ-বাঘাইছড়ি, রাঙামাটি রিপোটার্স ইউনিটি, বান্দরবান প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, লংগদু প্রেসক্লাব, বাঘাইছড়ি প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, কাউখালি প্রেসক্লাব, সামাজিক সংগঠন মুক্ত বিহঙ্গ, ফুটন্ত ফুলের আসর, নির্ঝর সংঘ, খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম, স্বেচ্ছাব্রতী উজ্জীবক ফোরাম, সুশাসনের জন্য নাগরিক(সুজন), খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন, বিকশিত নারী নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.