ভূমি বেদখল ও ধরপাকড়ের বিরুদ্ধে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
19

সিএইচটি নিউজ.কম
PCP,Pujgangনিজস্ব প্রতিনিধি,পানছড়ি (খাগড়াছড়ি) :  সেটলার বাঙালী কর্তৃক সবত্র ভূমি বেদখল ও  যত্রতত্র ধর-পাকড়ের বিরুদ্ধে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম,পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশের উদ্যোগে রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় পুজগাং, ধুধুকছড়া ও শান্তিপুর এলাকায় পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠিত হয়।

উপজেলার পূজগাং বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চেংগী ইউপি চেয়ারস্যান অনিল চন্দ্র চাকমা, সমাজ সেবক নন্দ দুলাল চাকমা, সমাজ সেবক কালা চাঁদ চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি শাখার সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা। এছাড়া ও সমাবেশ উপস্থিত ছিলেন চেংগী ইউপি মহিলা সদস্য রুপালি চাকমা, ইউপি সদস্য সুসবন চাকমা, অমর ধন চাকমা, শিশু কুমার চাকমা প্রমূখ।

সমাজ সেবক জগদ্বীশ চাকমা সঞ্চালনায় ধুধুকছড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, সমাজ সেবক জয় কুমার চাকমা, গণতান্ত্রিক যুবফোরাম পানছড়ি শাখার সহ সভাপতি সুসময় চাকমা, পূর্ণ জীবন কার্বারী,  ইউপি সদস্য শান্তি রঞ্জন চাকমা প্রমূখ। এছাড়াও সমাবেশ উপস্থিত ছিলেন ইউপি সদস্যা পূর্ণ বাসনা চাকমা, শান্তিময় চাকমা, সাধন কুমার চাকমা।

ইউপিডিএফ পানছড়ি উপজেলা শাখার সংগঠক প্রদীপ চাকমা নেতৃত্বে পানছড়ি শান্তিপুর এলাকায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রদীপ চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুবফোরাম খাগড়াছড়ি জেলা শাখার নেতা বিবর্তন চাকমা ও নিকোলাশ চাকমা।

এসব সমাবেশে বক্তারা মানিকছড়ি, রামগড় সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে সেটলার বাঙালি কর্তৃক ভূমি বেদখল, যত্রতত্র অন্যায় ধর পাকড়ের প্রতিবাদ করেন এবং অবিলম্বে এসব বন্ধ করার দাবি জানান।
—————–

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.