সাড়ে ছয় লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ধুধুকছড়া থেকে অপহৃত দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা

0
17

পানছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি জেলার পানছড়িউপজেলার ধুধুকছড়া থেকে অপহৃত দুই ব্যক্তিকে সাড়ে ছয় লক্ষ টাকা মুক্তিপণের বিনিম য়েগতকাল ২৯ অক্টোবর ২০১০ বিকাল আনুমানিক ৪:৩০/৫:০০টার সময় ছেড়ে দিয়েছে জেএসএস-এর সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। তাদেরকে ভারতের ত্রিপুরার বাঘেইছড়া থেকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। অপহরণকারীদেরমধ্যে থেকে মহেন্দ্র সেন চাকমা, পিতা-নম চাকমা, গ্রাম- মাস্যা পাড়া, পানছড়ি মুক্তিপণের টাকাগুলো গ্রহণ করেমুক্তির পর অপহৃতরা ধুধুকছড়া নিজ নিজ বাড়িতে এসে পৌঁছেছেন

উল্লেখ্য যে, গত২৪ অক্টোবর ২০১০ রবিবার রাত আনুমানিক ১২:০০টার সময় দক্ষিণ ধুধুকছড়াগ্রামের বাসিন্দা পানছড়ি উপজেলা চেয়াম্যান সর্বোত্তম চাকমার বড় ভাই মনোরমচাকমা(৫০)পিতা-মৃত. রেবতী রঞ্জন চাকমা ও উত্তর ধুধুকছড়া গ্রামের বাসিন্দাও লোগাং ইউনিয়নের শরণার্থী রেশন বিতরণ কমিটির প্রজেক্ট চেয়ারম্যানভূবন মোহন চাকমা(৪৫) পিতা- সুরকর্মা চাকমাকে নিজ নিজ বাড়ি থেকে অপহরণ করে ভারতের ত্রিপুরার বাঘেইছড়া নিয়ে যায়সেখান থেকেই সন্ত্রাসীরা তাদেরকেমুক্তি দেয়।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.