খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
গত ৬ অক্টোবর ২০১০ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ১০ নং এলাকার কাঠাল পাড়া থেকে মাটিরাঙ্গা সেনা জোনের একদল সেনাবাহিনী কর্তৃক ইউপডিএফ সদস্য বিউটি চাকমা গ্রেফতার হয়। সেনাবাহিনী তাকে মাটিরাঙ্গা জোনে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতনের পর মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও দ্রুত বিচার আইন সংশোধনী অধ্যাদেশ ২০০৮-এর ৪ ধারা বলে ভয়ভীতি প্রদর্শন, ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদা আদায়ের অপরাধে মামলা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করে।
প্রয়োজনী তদন্তের পর আনীত অভিযোগমূলে কোন তথ্য প্রমাণ না পাওয়ায় গতকাল ২০ অক্টোবর ২০১০ খাগড়াছড়ি জেলা জজ কোর্টের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও দ্রুত বিচার আদালতের দায়িত্বপ্রাপ্ত মো: আবদুল্লাহ আল মামুন বিউটি চাকমাকে বেকসুর খালাস প্রদান করেন। মামলাটি পরিচালনা করেন এডভোকেট জ্ঞান চাকমা।