খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
গত ৩ জুলাই ২০১০ শনিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে এক ইউপিডিএফ সদস্য ও অন্যএক গ্রামবাসীকে সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইউপিডিএফ সদস্যের নাম হচ্ছে আলোক ময় চাকমা(৪৫) পিতা- শেরখা চাকমা, গ্রাম- পুজগাঙ এবং আটক গ্রামবাসীর নাম আপ্রুমং মার্মা (২৫) পিতা-আতং মার্মা, গ্রাম- ১নং রাবার বাগান, মাটিরাঙ্গা।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের অন্যতম সংগঠক কালো প্রিয় চাকমা এক বিবৃতিতে উক্ত দু’ব্যক্তির গ্রেফতারের নিন্দা করে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
তিনি বলেন, আলোক ময় চাকমা সাংগঠনিক কাজে মাটিরাঙ্গা উপজেলার ১০ নং এলাকায় গেলেসকাল ১০:৩০টার দিকে মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য তাকে আটক করে।এরপরতাকে নিয়ে সেনা সদস্যরা দুপুর আড়াইটার দিকে ১নং রাবার বাগানের তৈমাথাইএলাকায় গিয়ে আপ্রুমং মার্মার বাড়ি ঘেরাও করে এবং তাকেও ধরে নিয়ে যায়্ বিকাল ৩:১৫ টা পর্যন্ত তাদের কাউকে ছেড়ে দেয়া হয়নি।
কালোপ্রিয় চাকমা ইউপিডিএফ নেতা কর্মী ও সাধারণ গ্রামবাসীদের ধরপাকড় ও নির্যাতনবন্ধের দাবি জানিয়ে বলেন, সংবিধান মোতাবেক দেশের যে কোন নাগরিকেরশান্তিপূর্ণবাবে সভা সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম চালানোর অধিকার রয়েছে; কিন্তু পার্বত্য চট্টগ্রামে সে অধিকার বার বার পদদলিত করা হচ্ছে।