সিএইচটি নিউজ ডটকম
খাগড়াছড়ি : হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা ও সাধারণ সম্পাদক মিনাকী চাকমা বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক যুক্ত বিবৃতিতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় ১৩ বছর বয়সী এক ত্রিপুরা স্কুল ছাত্রীকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্ষক সেটলারকে গ্রেফতার-পুর্বক দৃষ্টাস্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে দুই নেত্রী বলেন, ‘গত বুধবার, ৭ অক্টোবর, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের ৮ম শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রী স্কুলের টেস্ট পরীক্ষা শেষে ইছাছড়া গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে জনৈক সেটলার কর্তৃক ধর্ষণের শিকার হয়। পরে এলাকার লোকজন সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।’
নেত্রীদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণকারীর পরিচয় জানা গেলেও পুলিশ তাকে এখানো গ্রেফতার করেনি। পার্বত্য চট্টগ্রামে নারীরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় উল্লেখ করে তারা আরো বলেন, ‘নারীর উপর যৌন সহিংসতাসহ মানবাধিকার লঙ্ঘনের বিচার না হওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ তারা ধর্ষণসহ নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।