ঢাকা: ‘জনগণের হাতে ক্ষমতা চাই, জনগণের সংবিধান চাই ; জাতিবেদ্বেষী সাম্প্রদায়িক ফ্যাসিবাদী পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে’ এই স্লোগানকে ধারণ করে ৩০ জুন ২০১৬, বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে জাতীয় মুক্তি কাউন্সিল উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয় মু্ক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা, পিসিপি নেতা রিয়েল ত্রিপুরা। সভা পরিচালনা করেন বাংলাদেশ লেখক শিবিরের সদস্য ও মুক্তির মঞ্চের আহ্বায়ক হেমন্ত দাশ।
সভায় বক্তার সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অগণতান্ত্রিক জাতিবিদ্বেষী ও ফ্যাসিবাদী আখ্যায়িত করে বলেন, পঞ্চদশ সংশোধনী অবশ্যই বাতিল করতে হবে। যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়, যে সংবিধান অন্য জাতির ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়, তা গণতান্ত্রিক সংবিধান নয়। সমাবেশ থেকে শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের হাতে ক্ষমতা ও জনগণের সংবিধানের জন্য লড়াই জোরদার করার আহ্বান জানানো হয়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।