রাঙামাটি : ‘সকল প্রতিকূলতা মোকাবিলা করে পূ্র্ণস্বায়ত্ত্বশাসন প্রতিষ্ঠার লক্ষে দৃঢ় হোন’ এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার ১ম কাউন্সিল সম্পন্ন হয়েছে
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর ২০১৬) সকাল ১০টায় সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকায় অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শাখার আহ্বায়ক অনীল চাকমা। জিকু চাকমার সঞ্চালনায় কাউন্সিলে আরো উপস্থিত ছিলেন পিসিপি’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ নেতা ধর্মসিং চাকমা প্রমুখ।
পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে অনীল চাকমাকে সভাপতি, জিকু চাকমাকে সাধারণ সম্পাদক এবং মহিম চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিল চাকমা।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।