রাংগামাটি :
‘শহীদের আত্মবলিদান বৃথা যেতে পারে না’। ছবিতে অস্থায়ী শহীদ বেদীতে পূষ্পার্ঘ নিবেদনের পর গভীর শ্রদ্ধায় স্যালুট দিচ্ছেন স্থানীয় এক নারী।
অধিকার আদায়ের সংগ্রামে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কুদুকছড়িতে সর্বস্তরের লোকজনকে নিরবতা পালন করতে দেখা যাচ্ছে।
এলাকাবাসীর পক্ষে ইউপিডিএফ-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত ও পূর্ণস্বায়ত্তশাসনের বিজয় কামনা করে টানানো ব্যানার দেখা যাচ্ছে।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিবাদন জানিয়ে রাংগামাটির বিভিন্নস্থানে দেয়াল লিখন।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাংগামাটির এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউড (এটিআই) এলাকায় পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করে দেয়াল লিখন।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে “পিতৃভূমি অথবা মৃত্যু ; বিজয় আামদের সুনিশ্চিত” ইংরেজীতে দেয়াল লিখন।
রাংগামাটি চট্টগ্রাম রোডে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো ফেস্টুন শোভা পাচ্ছে।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ জনগণের প্রতি ইউপিডিএফ-এর অভিবাদন।
রাংগামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে ইউপিডিএফ-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করে টানানো ফেস্টুন দেখা যাচ্ছে।
ইউপিডিএফ-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাংগমাটির সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে দেয়াল লিখন ও ফেস্টুন শোভা পাচ্ছে।_____________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।