খাগড়াছড়ি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা আজ ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল সোমবার খাগড়াছড়ি সরকারি কলেজে সেটলার বাঙালি ছাত্র পরিষদ কর্তৃক পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, সেটলার বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা ও তার সহযোগী জনি দে ও প্রয়াস বড়ুয়ার নেতৃত্বে সেটলার সন্ত্রাসীরা খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষার্থী সনাক্কো চাকমা, সুখময় চাকমা, শ্যাময়েল ত্রিপুরা, ইমন চাকমা ও চাকুরিজীবী সমর জ্যোতি চাকমাকে প্রকাশ্য কলেজ মাঠে ও কলেজের বাইরে হামলা ও মারধর করেছে।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব হচ্ছে কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু খাগড়াছড়ি সরকারি কলেজে, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজও সদর উপজেলায় বিভিন্ন স্থানে সেটলার বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিনের নেতৃত্বে সেটলাররা প্রতিনিয়ত পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলা, হুমকিসহ নানান ধরনের অনৈতিক কর্মকা- সংঘটিত করলেও কলেজ প্রশাসন ও এখানকার পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বার বার পার পেয়ে যাওয়ায় মাসুম রানা ও তার সহযোগীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে।
তিনি অবিলম্বে পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলাকারী সেটলার বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম রানা, জনি দে, প্রয়াস বড়ুয়াসহ হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।