বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ-এর বাঘাইছড়ি এলাকার সংগঠক সুগত চাকমাকে(৪৫) নিজ বাড়ি থেকে আটক করেছে সেনাবাহিনী। এই অন্যায় আটকের বিরুদ্ধে স্থানীয় নারীরা প্রতিবাদ করলে সেনারা তাদের মারধর করেছে বলে জানা গেছে।
জানা যায়, আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে করেঙ্গাতলী আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন ফাইম এর নেতৃত্বে ১০-১৫ জনের একদল সেনা সদস্য ৩৫নং বঙলতলী ইউনিয়নের উগলছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে সুগত চাকমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এরপর তাঁর স্ত্রীসহ এলাকার নারীরা জড়ো হয়ে ক্যাম্পে গিয়ে অন্যায়ভাবে আটকের প্রতিবাদ করলে সেনা সদস্যরা নারীদেরকে লাঠিসোটা দিয়ে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়।
পরে বিকাল ৩টার দিকে সাজেক থানা থেকে পুলিশ করেঙাতলী ক্যাম্পে গেলেও সুগত চাকমাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। তাকে করেঙাতলী ক্যাম্প থেকে বাঘাহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উক্ত আটকের ঘটনায় ইউপিডিএফ-এর বাঘাইছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক জুয়েল চাকমা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি করেছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।