মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দলদলি পাড়ায় মহিনী ত্রিপুরা (৩৫) নামে তিন সন্তানের জননী এক ত্রিপুরা নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৮ মে ২০১৭) ভোর সকালে এই ঘটনা ঘটে।
হত্যার শিকার মহিনী ত্রিপুরা দলদলি পাড়ার বাসিন্দা সুমন ত্রিপুরার স্ত্রী।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার গলাকাটা লাশ উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজ সোমবার ভোর ৬টার দিকে মহিনী ত্রিপুরা বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের নিচের কুয়া থেকে পানি আনতে যান। কিছুক্ষণ পরে তার বড় ছেলে কাপড় ধোয়ার জন্য কুয়াঘাটে গেলে কুয়ার পাশে মায়ের গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিয়ে লোকজনকে ডাকেন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মাহিনীর গলাকাটা লাশ উদ্ধার করে।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।