রাঙামাটি : পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি থেকে মাটি সরানোর কাজ করছে গণতান্ত্রিক যুব ফোরাম, পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের স্বেচ্ছাসেবক টিম।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার নেতৃত্বে ২৩ জনের একটি টিম গত ১৮ ও ১৯ জুন রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডে মাটিচাপায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০-১২টি বাড়ি থেকে মাটি সরানোসহ পরিষ্কার করার কাজে সহযোগীতা প্রদান করেন।
অপরদিক গত ১৮ জুন রূপন মারমার নেতৃত্বে তিন সংগঠনের একটি যৌথ টিম ঘাগড়া ইউনিয়নের চেলছড়া এলাকায় রাস্তা থেকে মাটি সরানোর কাজ করেন।
———————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।