পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি থেকে মাটি সরানোর কাজ করছে তিন সংগঠনের স্বেচ্ছাসেবকরা

0
16

রাঙামাটি : পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি থেকে মাটি সরানোর কাজ করছে গণতান্ত্রিক যুব ফোরাম, পিসিপি ও হিল উইমেন্স ফেডারেশনের স্বেচ্ছাসেবক টিম।
received_303445370108444

received_303445533441761গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমার নেতৃত্বে ২৩ জনের একটি টিম গত ১৮ ও ১৯ জুন রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ৪ ও ৬নং ওয়ার্ডে মাটিচাপায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০-১২টি বাড়ি থেকে মাটি সরানোসহ পরিষ্কার করার কাজে সহযোগীতা প্রদান করেন।

received_1889544861305044

অপরদিক গত ১৮ জুন রূপন মারমার নেতৃত্বে তিন সংগঠনের একটি যৌথ টিম ঘাগড়া ইউনিয়নের চেলছড়া এলাকায় রাস্তা থেকে মাটি সরানোর কাজ করেন।

received_1889544881305042

———————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.