খাগড়াছড়ি: গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ) ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) আজ ৬ জুলাই (বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটায় খাগড়াছড়িতে ২৬ বোটল বিদেশী মদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় অর্ধশতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে খাগড়াছড়ি হতে পানছড়ি রাস্তার ওপর ঢেলে দিয়ে ্এবং তাতে আগুন ধরিয়ে দিয়ে ধ্বংস করেছে।
এসময় নেতৃবৃন্দরা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে ইউপিডিএফ, ডিওয়াইএফ ও পিসিপি সংকল্পবদ্ধ। খাগড়াছড়িতে এখন ইয়াবাসহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি। সরকারের পৃষ্টপোষতায় ও তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে ছাত্র যুব সমাজকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। নেতৃবৃন্দ ছাত্র ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সমাজের সর্বস্তরের ব্যক্তিবর্গের কাছ থেকে সর্বাত্মক সহযোগীতা কামনা করেন।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।