মাটিরাঙ্গা : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা থেকে ইউপিডিএফ-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাপানো পোস্টার আটক করেছে পুলিশ।
সকাল সাড়ে ১২টার দিকে গুইমারা, মাটিরাঙ্গা ও রামগড় উপজেলায় পাঠানোর সময় আলুটিলা থেকে পুলিশ পোস্টার ও পোস্টার বহনকারী মোটরসাইকেলসহ চালক ও আরোহীকে আটক করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়। পোস্টারসহ আটককৃতদের এখনো থানায় আটকে রাখা হয়েছে।
_________
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।