খাগড়াছড়ি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এক বিবৃতিতে আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০১৭) গুইমারায় পিসিপি’র শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে সেনা-পুলিশের হামলা ও ২ জনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার চরম চরম ফ্যাসিবাদী মূর্তিতে আবির্ভূত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এ ফ্যাসিবাদী থাবা আরো বেশি বিস্তার লাভ করেছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর সেনা-প্রশাসনের হামলা-হস্তক্ষেপ প্রতিনিয়ত চলছে। আজকে গুইমারায় শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে সেনা-পুলিশের হামলা, রাবার বুলেট নিক্ষেপ ও ২ জনকে আটকের ঘটনা তারই প্রকৃষ্ট উদাহরণ।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দমনপীড়নের মহোৎসবে মেতে ওঠেছে সেনা-প্রশাসন। প্রতিনিয়ত চলছে ধরপাকড়- নির্যাতন। দমনপীড়নের খড়গ শিক্ষার্থীদের ওপরও পড়ছে। ফলে শিক্ষার্থীদের আটক-নির্যাতনের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। সরকার-শাসকগোষ্ঠীর ফ্যাসিবাদী থাবা কতদূর প্রসারিত হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক সার্কুলার জারির মাধ্যমে স্পষ্ট হয়েছে।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে আটক ২ জন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।