পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউপি’র রেজামনি পাড়া আর্মি ক্যাম্পের ৫ জনের একদল সেনা সদস্য শ্লীলতাহানির উদ্দেশ্যে তিন পাহাড়ি নারীকে ধাওয়া ও ফাঁকা গুলি বর্ষণ করেছে। গত রবিবার (২৪ ডিসেম্বর ২০১৭) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউপি’র বড় রাইথৈসা গ্রামের অমর বালা ত্রিপুরা (৩৭), অন্তদিদি ত্রিপুরা (৫৫) ও রণিকা ত্রিপুরা (১৩) লাকড়ি সংগ্রহ করতে পানছড়ি উপজেলাধীন রেজামনি পাড়ার জঙ্গল যায়। এ সময় স্থানীয় রেজামনি পাড়া আর্মি ক্যাম্প থেকে ৫ জন সেনা সদস্য নেমপ্লেট খুলে জঙ্গলে প্রবেশ করে নারীদের সাথে অশোভন আচরণ করার চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে নারীরা সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যেতে থাকলে সেনারা তাদেরকে পিছু ধাওয়া করে ধরার চেষ্টা চালায়।
কিন্তু নারীরা পালিয়ে যেতে সক্ষম হওয়ায় সেনারা নিজেদের অপরাধ লুকানোর জন্য সেখানে কমপক্ষে ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এর পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।