নান্যাচরে সেনাবাহিনীর ব্যাপক বাড়িঘর তল্লাশি

0
1

নান্যাচর : রাঙামাটি জেলার নান্যাচর উপজেলায় বুড়িঘাট ইউনিয়নাধীন গর্জনতুলির বীরচন্দ্র মেম্বার পাড়ায় আজ শনিবার সকাল পৌনে ১১টার দিকে নান্যাচর সদর জোন থেকে একদল সেনাবহিনী গিয়ে গণহারে বাড়ি-ঘর তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সেনাবাহিনীর সাথে মুখ বাঁধা অবস্থায় একজন নব্য মুখোশ বাহিনী গ্রুপের সদস্য রয়েছে।

সন্ত্রাসী খোঁজার নামে এখন পর্যন্ত বলরাম চাকমা, চন্দ্র মোহন চাকমা (১) ও চন্দ্র মোহন চাকমা (২), যুব চাকমা, পূর্ণ চন্দ্র চাকমা, নলীনি চাকমা, স্মৃতি বিকাশ চাকমা, মেইয়ে ধন চাকমা, পরিক্যা চাকমাদে বাড়ি তল্লাশির খবর পাওয়া গেছে। তল্লাসি অভিযান এখনো অব্যাহত রয়েছে।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.