মিঠুন চাকমার স্মরণে শুক্রবার ঢাকায় সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করবে তিন সংগঠন

0
7

ঢাকা : সেনাবাহিনীর লেলিয়ে দেয়া নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক খুন হওয়া ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক শহীদ মিঠুন চাকমার স্মরণে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি ২০১৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে মিঠুন চাকমার খুনীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার হওয়ার জন্য তিন সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীরা মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়ির গেট থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এ সময় তিনি একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামসহ দেশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.