রামগড় প্রতিনিধি।। খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের হাচৌক পাড়ায় (তৈছাগারা) বিজিবি কর্তৃক এক নিরীহ ব্যক্তিকে মারধর ও তিন পরিবারকে বাড়ি ছেড়ে চেলে যেতে হুমকি দেয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০১৮) বিকাল ৪টার দিকে তৈচালা বিজিবি ক্যাম্প থেকে ১০ জনের একদল বিজিবি সদস্য হাচৌক পাড়ায় এসে সুফিধন ত্রিপুরা (৩০), পিতা- পতি কুমার ত্রিপুরা-কে কোন কারণ ছাড়াই মারধর করে। এ সময় সুফিধন ত্রিপুরা নিজ জায়গায় কাজ করছিলেন।
এরপর বিজিবি সদস্যরা একই পাড়ার পতেন্দ্র ত্রিপুরা (৩৩) পিতা-কুমার ত্রিপুরা, জয়সেন ত্রিপুরা, পিতা- মৃত ধরন্ত ত্রিপুরা ও পনেন্দ্র ত্রিপুরা, পিতা- মেতুংজয় ত্রিপুরার বাড়িতে গিয়ে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে বলে। ঘরবাড়ি ছেড়ে চলে না গেলে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করার হুমকি দেয় বিজিবি সদস্যরা। শুধু তাই নয়, বিজিবি সদস্যরা তাদের বসবাসকৃত জায়গাটি বাঙালিদের দেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে বলেও হুমকি দিয়ে যায়।
বিজিবি সদস্যদের এমন হুমকিতে সেখানে বসবাসরত পাহাড়িদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।