ঢাকা : শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিতর্কিত সার্কুলার প্রত্যাহারের দাবিতে আগামীকাল ২৮ জানুয়ারী (রবিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংহতি সমাবেশ ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করবে “বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)”।
উপরোক্ত কর্মসূচীতে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অবৈধ, অগণতান্ত্রিক ও বিতর্কিত সার্কুলার প্রত্যাহারের জোর দাবি জানানোর আহ্বান করা হয়েছে।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর/১৭ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারী কলেজ শাখ-৬’এর জনাব নাছিমা খানম, সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্কিত রাজনৈতিক দলের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বিষয়ে ব্যবস্থা সংক্রান্ত” একটি বিতর্কিত সার্কুলার জারি করেন।
————————————————————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।