রাঙামাটি : রাঙামাটিতে গতকাল মঙ্গলবার ছাত্রলীগের হরতাল পালনের সময় বিকালে দুই ব্যক্তিকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা।
মারধরের শিকার ব্যক্তিরা হলেন- বনরূপায় মরিচ ব্যবসায়ী মেনশন চাকমা(২৮) এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ড্রাইভার রূপ কুমার ত্রিপুরা(৫০)।
এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সাইফুল বিন হাসান ও কামাল উদ্দিন নামে দু’জন সাংবাদিককেও ছাত্রলীগের কর্মীরা মারধর করেছে বলে জানা গেছে। এর আগের দিন অর্থাৎ সোমবার সমকালের প্রতিনিধি সত্রং চাকমার উপর হামলা ও তার মোটর সাইকেল ভাংচুর করে ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা।
উল্লেখ্য, সোমবার ছাত্রলীগের এক নেতাকে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রলীগের মধ্যেকার সংঘর্ষের জের ধরে মঙ্গলবার দিনব্যাপী হরতাল পালন করে জেলা ছাত্রলীগ।
————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।