ঢাকা : লেখক, শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. জাফর ইকবাল এক যুবকের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
আজ শনিবার (৩ মার্চ ২০১৮) বিকাল ৫টা ৪০ মিনিটে শাবিপ্রবি ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতির মধ্যে তিনি এ হামলার শিকার হন। তাঁকে পিছন দিক থেকে মাথায় আঘাত করা হয়।
হামলার পরপরই শিক্ষার্থীরা জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে।
ঘটনাস্থল থেকে হামলাকারী এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে শিক্ষার্থীরা।
এ হামলার পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছে।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।