নানিয়াচর : হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণকারী সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা বর্তমানে নানিয়াচর উপজেলার গুল্লেছড়ি নামক স্থানে অবস্থান করছে বলে জানা গেছে।
গুল্লেছড়ি এলাকাটি বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর নামক সেটলার পাড়ার নিকটবর্তী এবং ইসলামপুর সেনা ক্যাম্পের উত্তর পশ্চিমে আনুমানিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত।
গত রবিবার সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি আবাসিক এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা অস্ত্রের মুখে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও জেলা সাধারণ সম্পাদক দয়া সোনা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর তাদেরকে প্রথমে নানিয়াচরের মংলা নামক স্থানে নিয়ে জিম্মি করে রাখা হয়। এ বিষয়ে গতকাল রাতে সিএইচটি নিউজ ডটকমে খবর প্রকাশিত হলে সন্ত্রাসীরা রাতের আঁধারে অপহৃত দুই নেত্রীকে সেখান থেকে সরিয়ে গুল্লেছড়ি নামক স্থানে নিয়ে যায়। বর্তমানে সেখানে দুই নেত্রীকে জিম্মি অবস্থায় রাখা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, ঘটনার দুই দিন পার হওয়ার পরও পুলিশ অপহৃত নারী নেত্রীদের উদ্ধারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।