নান্যাচর : রাঙামাটির নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের বেতছড়ির মেজর পাড়া এলাকায় ইউপিডিএফ সদস্য সুনীল তঞ্চঙ্গ্যা ওরফে জনিকে গুলি করে হত্যা করেছে জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসীরা।
আজ বুধবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুনীল তঞ্চঙ্গ্যার বাড়ি রাজস্থলী উপজেলায়।
জানা যায়, সুনীল তঞ্চঙ্গ্যা সাংগঠনিক কাজ শেষে মেজরপাড়ার দিকে আসার সময় সংস্কারপন্থী সন্ত্রাসীরা তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার বুকে ও পায়ে তিনটি গুলি লাগে।
ইউপিডিএফ’র রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।