মহালছড়ি : খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলায় জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক ৫ ছাত্রকে অপহরণের পর শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১২ এপ্রিল ২০১৮) বিকাল ৫টায় মহালছড়ি উপজেলা ক্যায়াংঘাট ইউনিয়নের ভিতর করল্যাছড়ির হেডম্যান পাড়া থেকে এই ৫ ছাত্রকে অপহরণ করে সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- দয়ালাল চাকমা, অর্জিন চাকমা, পিটন চাকমা, মিশন চাকমা ও কুইন চাকমা। তারা সবাই উল্টোছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রা।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৫টায় জেএসএস সংস্কারপন্থী দিপন চাকমার নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী হেডম্যান পাড়ায় হানা দিয়ে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে ইউপিডিএফভূক্ত পিসিপি’র সাথে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। পরে সন্ধ্যা ৭টায় শর্ত সাপেক্ষে পরিবার ও এলাকার মুরব্বীদের নিকট তুলে দেওয়া হয়। শর্তগুলো হলো- ১. ইউপিডিএফ-এর পিসিপি করা যাবে না, ২. মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ৩. শ্রমণ করে দিতে হবে।
শর্তগুলো না মানলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
_______
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।