খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ১১ নং প্রকল্প গ্রামে কালাহুলো চাকমা(৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (২৪ এপ্রিল ২০১৮) দুপুরে এ তল্লাশির ঘটনা ঘটে।
কালাহুলো চাকমা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করেন। তিনি উক্ত গ্রামের মৃত দেব রঞ্জন চাকমার ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ দুপুর দেড়টায় খাগড়াছড়ি জোন থেকে একদল সেনা সদস্য যৌথ খামার হয়ে ১১নং প্রকল্প গ্রামে প্রবেশ করে কালাহুলো চাকমার বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় সেনারা বাড়িতে থাকা লোকজনকে ইউপিডিএফ কর্মীরা কোথায়? তাদের অবৈধ অস্ত্র কোথায় রেখেছে? ইত্যাদি নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। তারা এসব জানিনা বলে উত্তর দিলে সেনারা তাদের মারধরের ভয় দেখায়। পরে অবৈধ কিছু না পেয়ে সেনারা দয়ারাম পাড়ার দিকে চলে যায়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।