লংগদুতে গণহত্যার স্মরণে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন

0
9

লংগদু (রাঙামাটি) : ১৯৮৯ সালের ৪ মে সংঘটিত গণহত্যার স্মরণে লংগদুতে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (৪ মে) বিকাল ৫টার দিকে লংগদু উপজেলার ধনপুদি বাজারে লংগদু এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত আলোচনাসভায়  টিসান চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন বুদ্ধ রঞ্জন চাকমা, গনেশ চন্দ্র চাকমা ও সন্তুময় চাকমা প্রমুখ।

বক্তারা গণহত্যায় নিহতদের স্মরণ করে বলেন, সেদিন সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগীতায় সেটলার বাঙালিরা পাহাড়িদের উপর হামলা চালিয়ে অনেককে হত্যা করেছিল। তারা পাহাড়িদের ঘরবাড়ি, বৌদ্ধ মন্দির পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল।

বক্তারা এ গণহত্যার বিচার দাবি করে বলেন, আজ ২৯ বছর পূর্ণ হলেও সরকার এ ঘটনার কোন বিচার করেনি। ফলে পাহাড়িদের উপর এখনও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেই চলেছে। গত বছর ২ জুন একই কায়দায় পাহাড়িদের ৩টি গ্রামে হামলা ও দুই শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে সেটলাররা।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর চলা সাম্প্রদায়িক হামলা বন্ধ, সংঘটিত গণহত্যার শ্বেতপত্র প্রকাশ ও হত্যাযজ্ঞে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানান।

আলোচনা সভা শেষে গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
———————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.