আরও দুই সংস্কারবাদীর দলত্যাগ

0
11

বাঘাইছড়ি।। জেএসএস সংস্কারবাদী দলের আরও দুই সদস্য দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এরা হলেন বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের অধীন হাজাছড়া গ্রামের খোকন চাকমা ও বংগলতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা কান্তি চাকমা।

# খোকন চাকমা

গত ২২ এপ্রিল তারা দল ত্যাগ করে গ্রামে ফিরে আসেন। দল ত্যাগের আগে কান্তি চাকমা মহালছড়িতে সমন্বয়কের দায়িত্ব পালন করতেন। অপরদিকে খোকন চাকমা ১৭ কিলোতে কাজ করেছিলেন।

সিএইচটি নিউজ ডটকমকে তারা বলেন, জেএসএস এম. এন. লারমা বা সংস্কারবাদী দলের ভুল রাজনীতি বুঝতে পেরে তারা চলে এসেছেন।

# কান্তি চাকমা

তাদের মতে এম. এন. লারমা বা সংস্কারবাদী দলের রাজনীতি জাতির জন্য কোন মঙ্গল বয়ে আনবে না। কারণ এখানে কোন নীতি আদর্শের চর্চা হয় না, এবং গণমুখী বা জনগণের স্বার্থের জন্য আন্দোলনের কোন কর্মসুচি নেয়া হয় না।

এখন তারা কি করবেন সেই প্রশ্নের জবাবে তারা উভয়ে বলেন, তারা বাড়িতে বাগান বাগিচা ও ক্ষেতের কাজ করবেন এবং যে দল জনগণের জন্য কাজ করবে সে দলকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা দেবেন।
——————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.