খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা আদালত প্রাঙ্গন থেকে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, আজ সোমবার (১৪ মে ২০১৮) রামগড় উপজেলার দক্ষিণ লালছড়ি গ্রামের বাসিন্দা অংক্যচাই মারমা (৪৮) মামলার হাজিরা দিতে খাগড়াছড়ি জেলা আদালতে যান। সকাল ১১টার দিকে আদালত প্রাঙ্গন থেকে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা তাকে অপহরণের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা তাকে ধরে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাবার সময় আবারো পুলিশ তাকে ধরে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যায়।
বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে বলে জানা গেলেও বিস্তারিত আর জানা সম্ভব হয়নি।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।