খাগড়াছড়িতে দু’পক্ষের মধ্যে গোলাগুলির নাটক

0
6

খাগড়াছড়ি॥ গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বনির্ভর বাজারের পশ্চিমে চেঙ্গী নদীর পাড়ে বেলতলি পাড়ায় অবস্থানরত নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা হঠাৎ ব্রাশ ফায়ার শুরু করে। এতে উত্তর খবংপুজ্যা ও সিনালাসহ আশে পাশের এলাকায় লোকজনের মধ্যে আতংক সৃষ্টি হয়।

ব্রাশ ফায়ারে কিছুক্ষণ পর সেনাবাহিনীর ৪টি গাড়ি নব্য মুখোশ সন্ত্রাসীদের নিয়ে উত্তর খবংপুজ্যায় মহড়া দেয় এবং জনমনে ভীতির সঞ্চার করে।

ত্তর খবংপুজ্যার এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে সিএইচটি নিউজ ডটকমকে বলেন, ‘গোলাগুলির শব্দ শোনা গেছে চেঙ্গী নদীর ওই পাড়ে, আর আর্মিরা সেদিকে না গিয়ে এসেছে এদিকে। তারা আসলে সন্ত্রাসীদের মোকাবিলা নয়, তাদের সহযোগিতা করতে এসেছে।’

পিসিপির এক নেতা বলেন, ‘গোলাগুলির শব্দ শুনে আমরা প্রথমে হিসাব মেলাতে পারছিলাম না, কেন নব্য মুখোশরা ফায়ার করছে, কারণ আমাদের জানা মতে সেখানে তারা ছাড়া অন্য কোন সশস্ত্র গ্রুপ ছিল না।

আসলে গতকাল পিসিপি ও ডিওয়াইএফ-এর তাৎক্ষণিকভাবে আহূত প্রেস ব্রিফিং বানচাল করে দিতেই সেনাবাহিনী ও নব্য মুখোশ সন্ত্রাসীরা সুপরিকল্পিতভাবে ওই গোলাগুলির ঘটনা ঘটিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

গতকাল দুপুরে স্বনির্ভরের কাছে সশস্ত্র মুখোশ সন্ত্রাসীদের অবস্থানের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি তুলে ধরতে পিসিপি ও ডিওয়াইএফ প্রেস ব্রিফিং-এর আয়োজন করেছিল।

ধারণা করা হয় সেনাবাহিনী ওই প্রেস ব্রিফিং-এর খবর জানতে পেরে তা বানচাল করে দিতে মুখোশ সন্ত্রাসীদের দিয়ে “দু’পক্ষের মধ্যে গোলাগুলির’ নাটক মঞ্চস্থ করেছে ও উত্তর খবংপুজ্যাসহ আশে-পাশের এলাকায় অভিযান চালিয়েছে।
——————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.