দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালায় সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক এক ব্যক্তির কাছ থেকে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ ও মোবাইল লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ শনিবার (২৬ মে ২০১৮) সকালে সাজেকের গুলকমা ছড়া গ্রামের বাসিন্দা জীবন শান্তি চাকমা(৫৮) গৃহনির্মাণ সামগ্রী কিনতে দীঘিনালা বাজারে আসেন। তিনি বাজার থেকে গৃহ নির্মাণের জন্য ৪ বান ঢেউটিন, পেরাক ৬ কেজি ও প্রয়োজনীয় গাছ(বাত্তি) কিনেন। পরে রিগেন চাকমার নেতৃত্বে ৫ জন সংস্কাবাদী অস্ত্রসহ এসে তার ওইসব জিনিসপত্রসহ ২টি মোবাইল লুট করে নিয়ে যায়।
এ সময় জারুল্যা বিজি নামের একজন সংস্কারবাদী কর্মী তাকে হুমকি দিয়ে বলে, ‘আর কোন দিন দীঘিনালা বাজারে দেখলে জবাই করা হবে’।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।