দীঘিনালা : দীঘিনালা উপজেলা সদরের বোয়ালখালী বাজার থেকে সুমন চাকমা(৩৪) নামে সংস্কারবাদী জেএসএস-এর সদস্য বাঘাইছড়ির এক মহিলা মেম্বারের কাছ মোবাইল ফোন ছিনতাই করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুমনের বাড়ি বাঘাইছড়ি উপজেলার জারুলছড়ি গ্রামে। তার পিতার নাম শান্তিময় চাকমা
জানা যায়, আজ সোমবার ( ৪ জুন ২০১৮) সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতুলি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার কাজলিকা চাকমা(৩০), স্বামী- জীবন শান্তি চাকমা দীঘিনালার বোয়ালখালি বাজারে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া ছেলের জন্য বই কিনতে যান। এ সময় বাজারে সংস্কারবাদী দুর্বৃত্ত সুমন চাকমার সাথে তাঁর দেখা হয়। তারপর সুমন চাকমা তাঁকে কথা আছে বলে একটি খাবারের দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাঁর স্বামী ইউপিডিএফ করে কিনা জানতে চায় এবং নানা ভয়ভীতি দেখাতে থাকে। এতে তিনি অস্বীকার করলে দুর্বৃত্ত সুমন তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি জানান।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।