দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী বাজার থেকে সংস্কারবাদী জেএসএস-এর দুর্বৃত্তরা বাঘাইছড়ি উপজেলা থেকে দোকানের মালামাল কিনতে আসা তিন নারী দোকানদারের কাছ থেকে সমস্ত মালামাল ও মোবাইল ফোন লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার (১৯ জুন ২০১৮) বাঘাইছড়ির আমতলা এলাকার দোকানদার ১২ কিলো’র বাসিন্দা আঁখি চাকমা(৩৫) ও রুমা চাকমা(২৮) এবং ১৪ কিলো’র বাসিন্দা পদ্মা দেবী চাকমা(২৫) দোকানের মালামাল কিনতে দীঘিনালার বোয়ালখালী বাজারে আসেন। সকাল ১১টার দিকে মান্টু মনি চাকমার নেতৃত্বে ৫ জন সংস্কারবাদী দুর্বৃত্ত তাদের কাছ থেকে ক্রয়কৃত সমস্ত মালামাল (যার মুল্য আনুমানিক ৭০ হাজার টাকা) ও মোবাইল ফোন জোরপূর্বক লুট করে নিয়ে যায়।
শুধু তাই নয়, সংস্কারবাদী দুর্বৃত্তরা সাজেকের উজোবাজারের ব্যবসায়ীদেরও মালামাল নিতে বাধা দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও দুর্বৃত্তরা বোয়ালখালী বাজার থেকে বাঘাইছড়ির এক ব্যক্তির কাছ থেকে বাড়ি তৈরির জন্য কেনা ঢেউটিন, গাছসহ যাবতীয় সরঞ্জাম ছিনিয়ে নিয়েছিলো।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।