খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে আজ মঙ্গলবার (২৪ জুলাই ২০১৮) বিকালে এক নিরীহ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
আটক ব্যক্তির নাম দিবস চাকমা প্রকাশ দিবোচ্চ্যে (৪৫)। তিনি পশ্চিম নারাঙহিয়া গ্রামের চিত্ত রঞ্জন চাকমার ছেলে।
স্বনির্ভর বাজারের একাধিক ব্যক্তি সিএইচটি নিউজ ডটকমের এই প্রতিনিধিকে জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি সেনা জোন থেকে একদল সেনা সদস্য স্বনির্ভর বাজারে এসে অবস্থান নিলে লোকজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে পৌনে ৬টার সময় সেনারা কোন কারণ ছাড়াই বাজারে তরকারি বিক্রি করতে আসা দিবস চাকমাকে আটক করে স্বনির্ভর বাজার পুলিশ পোস্টে নিয়ে গিয়ে সেখানে দায়িত্বরত পুলিশের নিকট হস্তান্তর করে। এরপর পুলিশ দ্রুত তাকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তি কিছুটা মানসিক রোগগ্রস্ত বলেও তারা জানান।
এদিকে আটকের ঘটনাটি খবর পেয়ে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর অতীশ চাকমা ও এলাকার মুরুব্বীরা থানায় গিয়ে যোগাযোগ করলে রাত ১০টায় যোগাযোগ করতে বলা হয়।
রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়নি।
——————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।