খাগড়াছড়ি : গত শনিবার খাগড়াছড়ি সদরের স্বনির্ভর ও পেরাছড়ায় সংস্কারবাদী জেএসএস ও মুখোশ বাহিনীর সন্ত্রাসী কর্তৃক সশস্ত্র হামলা চালিয়ে পিসিপি নেতাসহ ৭ জনকে হত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন’র জেলা শাখার ডাকে খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়।
আজ সোমবার (২০ আগস্ট ২০১৮) সকাল থেকে অবরোধের সমর্থনে পিকেটাররা বিভিন্ন স্থানে পিকেটিং শুরু করেছে।
অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। জেলা শহর থেকে কোন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।