দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধনাটিলায় আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর ২০১৮) ভোররাতে প্রদীপ চাকমা(৬২), পিতা- মৃত. কালাচোগা চাকমা নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
জানা যায়, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার সময় দীঘিনালা সেনা জোন থেকে ৪টি গাড়িতে করে একদল সেনা সদস্য সাধনাটিলায় যায়। এ সময় সেনারা প্রদীপ চাকমার বাড়ি ঘেরাও করে বাইরে থেকে বাড়ির দরজাটি লক করে দেয়। পরে বাড়ির লোকজন বের হতে চাইলে সেনারা লক খুলে দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে এবং তন্নতন্ন করে তল্লাশি চালায়।
কিন্তু অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা সেখান থেকে ক্যাম্পে ফিরে যায়।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।