লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ি লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় পাহাড়িদের বাড়িঘরে ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর ২০১৮) রাতে এ তল্লাশির ঘটনা ঘটে।
যাদের বাড়ি-ঘরে তল্লাশি চালানো হয় তারা হলেন- বেজাল্যা চাকমা(৩৩), পিতা-তেজন্দ্র চাকমা, থুইঅংগ্য মারমা (৪২), পিতা-সুথোইচি মারমা, আপ্রুসি মারমা (২৮), পিতা- অংগ্য মারমা, এরক্ষো চাকমা (৫৫), পিতা- কিনাধন চাকমা, কপাল্যা চাকমা (৩০), বৃষ কুমার চাকমা, মনবোলা মারমা (৬০), পিতা অইংগ্য মারমা, সামচি মারমা (৩৫), পিতা- মৃত: কংচেই মারমা, মৃত: বেগুন্য চাকমার ছেলে যতন চাকমা (৩৩) ও রতন চাকমা (৩০), পরিক চাকমা(৩৭), পিতা- মৃত: সুনীল কুমার চাকমা, কাঁউরেচুলো চাকমা(৩৫), পিতা- মৃত: চিজিক্য চাকমা, বসুদেব চাকমা (৪৮), পিতা- অজ্ঞাত ও অনিল বাপ (৫৭), পিতা- কিনাধন চাকমা।
এলাকাবাসীা সূত্রে জানায়, গতকাল রাত আনুমাকি সাড়ে ৮টার দিকে লক্ষ্মীছড়ি জোন থেকে ক্যাপ্টেন রেজার নেতৃত্বে একদল সেনা সদস্য চাইল্যাতলী এলাকায় গিয়ে অবৈধ অস্ত্র খোঁজার নামে প্রথমে থুইঅংগ্য মারমার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা অপর আরো ১২ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু ব্যাপক তল্লাশি চালানোর পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা জোনে ফিরে যায়। তল্লাশিকালে সেনাদের সাথে কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় ২জন লোক দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।