রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাঙেল আদাম নামক গ্রামে বসবাসকারী পাহাড়িদের উচ্ছেদে নানা তৎপরতা চালাচ্ছে বিজিবি। বেশ কয়েকদিন ধরে বিজিবি সদস্যরা ওই এলাকায় বসবাসকারী পাহাড়িদের ঘরবাড়ি ভাংচুর, স্কুল নির্মাণে বাধাদান ও হুমকি-ধমকি দিচ্ছে এবং নানা হয়রানি করছে।
আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ২০১৮) বিকাল সাড়ে ৪টার সময় খাগড়াবিল ও তৈচালা ক্যাম্প থেকে ৪০ জনের একদল বিজিবি সদস্য নাঙেল আদামে গিয়ে ৭ দিনের মধ্যে বসতভিটার বৈধ কাগজ দেখানোর জন্য সেখানে বসবাসরত পাহাড়িদের নির্দেশ দেয়। এর মধ্যে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দেয় বলে ওই গ্রামে বসবাসকারী পাহাড়িরা অভিযোগ করেছেন।
এর আগে বুধবার রাতে বিজিবি সদস্যরা এক বিধবা নারীর নির্মাণাধীন ঘর ভেঙে দেয় এবং একই দিন দুপুরে একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সাইনবোর্ডও নষ্ট করে দিয়েছিল।
বিজিবি সদস্যদের এমন সাম্প্রদায়িক আচরণের ফলে ওই এলাকায় বসবাসরত পাহাড়িদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।