মহালছড়ি : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ডেপ্পোছড়ি নামক স্থানে নতুন সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চলছে। এর অংশ হিসেবে মহালছড়ি জোনের সেনারা ওই এলাকার তিন গ্রামবাসীকে নিজ জায়গা ও বসতভিটা ছেড়ে ৩ দিনের মধ্যে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যে স্থানে সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চলছে সেখানে রয়েছে শান্তি বিলাস চাকমা (৬০), পিতা মৃত জারমনি চাকমা, সুমন্ত চাকমা (৪০), পিতা- নোয়ারাম চাকমা ও জ্যোতি লাল চাকমা(৫০), পিতা- মৃত সুদুংশ চাকমার বসতবাড়ি। দীর্ঘ সময় থেকে তারা সেখানে বসবাস করে আসছেন।
জানা গেছে, আজ রবিবার (১৬ সেপ্টেম্বর ২০১৮) প্রথমে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাইমং মারমার মাধ্যমে জায়গার মালিকদের মহালছড়ি জোনে ডেকে পাঠানো হয়। পরে বেলা আড়াইটার দিকে একদল সেনা সদস্য ডেপ্পোছড়ি গ্রামে গিয়ে উক্ত তিন গ্রামবাসীকে আগামী ৩ দিনের মধ্যে জায়গা ছেড়ে অন্যত্র চলে যাবার নির্দেশ দেয়।
সেনাদের এ নির্দেশের প্রেক্ষিতে জায়গার মালিকরা নিজেদের জায়গা-ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়া সম্ভব নয় বলে জানালে সেনারা তাদেরকে বাড়ি নির্মাণের টাকা দেওয়া হবে বলে আশ্বস্ত করে। এ বিষয়ে জোন কমান্ডারের সাথে কথা বলার জন্য জায়গার মালিকদেরকে আগামীকাল (সোমবার) মহালছড়ি জোনে যেতে বলেছে সেনা সদস্যরা।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।