আন্তর্জাতিক ডেস্ক
সিএইচটিনিউজ.কম
আমেরিকান জুম্ম কাউন্সিল গত ১৩ জুন জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।উক্ত সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত সেনা নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। ব্যানার শ্লোগান লেখা হয়,
জাতিসংঘ! চেয়ে দেখ, বাংলাদেশ আর্মি পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘন করছে
এছাড়া উক্ত সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লংঘন বন্ধ না হওয়া পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সৈন্য না নেয়ার দাবিও জানানো হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ও সামরিক বাহিনী প্রধানের আমেরিকা সফরের প্রাক্কালে এ প্রতিবাদ সমাবেশ করলো আমেরিকান জুম্ম কাউন্সিল।