দীঘিনালা প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মায়াফা পাড়া থেকে চন্দন ত্রিপুরা (৪৫), পিতা- তীর্থ মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন।
পরিবারের লোকজন অভিযোগ করে সিএইচটি নিউজ ডটকমের এই প্রতিবেদককে বলেন, গত ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার দুপুর ১টায় লাং কুমার ত্রিপুরার নেতৃত্বে সংস্কারবাদী জেএসএস ও নব্য মুখোশদের একদল সশস্ত্র সন্ত্রাসী নিজ বাড়ি থেকে চন্দন ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর সন্ত্রাসীরা তাদের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
কিন্তু যথাসময়ে ধার্য্যকৃত মুক্তিপণের টাকা দিতে না পারায় সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।