পানছড়ি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুদুকছড়ায় সংস্কার-মুখোশদের সাথে নিয়ে তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- সুবল চাকমা, পিতা- উরঙকানা চাকমা; ইচ্ছে মনি চাকমা, পিতা- প্রমোদ বিকাশ চাকমা ও খোকা চাকমা, পিতা- শান্তি বিকাশ চাকমা।

[divider style=”normal” top=”20″ bottom=”20″]
জানা যায়, গতকাল সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে একদল সেনা সদস্য ৫-৬ জন সংস্কার-মুখোশ সন্ত্রাসীকে সাথে নিয়ে ধুদুকছড়া গ্রামে হানা দেয়। তারা প্রথমে সুবল চাকমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়। সেনারা তার বাড়িতে সন্ত্রাসী আছে কিনা, অস্ত্র আছে কিনা–ইত্যাদি জিজ্ঞাসা করে। পরে তারা ইচ্ছে মনি চাকমা ও খোকা চাকমার বাড়িতেও তল্লাশি চালায়। তবে এ সময় খোকা চাকমার বাড়ির লোকজন সবাই নিজেদের দোকানে অবস্থান করায় বাড়িতে কোন লোক ছিলেন না।
বাড়িতে লোকজন না থাকা সত্ত্বেও সেনারা তার (খোকা চাকমার) বাড়িতে প্রবেশ করে বাড়ির সকল জিনিসপত্র ভাংচুর ও তছনছ করে দেয়।
কিন্তু ব্যাপক তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।