নান্যাচর : রাঙামাটির নান্যাচরে সেনা জোনে ডেকে নিয়ে দুই অটোরিক্সা (সিএনজি) চালককে অপদস্থ করার অভিযোগ পাওয়া গেছে।
অপদস্থ হওয়া অটোরিক্সা চালকরা হলেন- দেব জ্যোতি চাকমা(৪৫), পিতা- মুকুন্দ লাল চাকমা, গ্রাম বড়পুল পাড়া, ১নং সাবেক্ষ্যং ইউপি ও সুপ্রিয় চাকমা (৩৮), পিতা- শান্তি রঞ্জন চাকমা, গ্রাম- খামার পাড়া, ২নং নান্যাচর ইউপি।
দেব জ্যোতি ও সুপ্রিয় চাকমা অভিযোগ করে সিএইচটি নিউজ ডটকমকে বলেন, আজ রবিবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে নান্যাচর সেনা জোনের এনসিও ( নেইমপ্লেট না থাকায় নাম জানাতে পারেননি) তাদের দু’জনকে জোনে ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর পরই তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর সেনা সদস্যরা তাদেরকে “তোমরা সন্ত্রাসী, সিএনজিতে অস্ত্র বহন করো…” ইত্যাদি বলে মানসিক নিপীড়ন ও অপদস্থ করতে শুরু করে। এ সময় সেনারা তাদেরকে ঘাড় চেপে ধরে ধাক্কা দেয় বলেও তারা জানান।
পরে জোন কমাণ্ডার বাহালুল আলম এসে তাদের সাথে কথা বলার পর বিকাল পৌনে ৪টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেয়ার সময় তাদের মোবাইল ফোনগুলোও ফেরত দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।