নান্যাচর : নান্যাচর উপজেলার আরো এক ব্যক্তিকে মহালছড়ি ব্রিজ পাড়া এলাকা থেকে অপহরণ করেছে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা। এর আগে গত ১ নভেম্বর একইভাবে শান্তি কুমার চাকমা নামে এক ব্যক্তিকে অপহরণ করেছিল।
অপহৃত ব্যক্তির নাম- মনসুখ চাকমা(৫০), পিতা- মৃত মনাধন চাকমা, গ্রাম- উত্তর মরাচেঙে, সাবেক্ষ্যং ইউপি, নান্যাচর।
কাজ শেষে মহালছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুপুর ১টার সময় ব্রীজ পাড়া এলাকা থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয় নি।
এদিকে গত ১ নভেম্বর অপহৃত শান্তি কুমার চাকমাকে ৩ লক্ষ টাকা মুক্তিপণ ও আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত নিজ গ্রামে বা বাড়িতে অবস্থান করতে পারবে না- এমন শর্তে আজ ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।