নান্যাচর প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচর ও বন্দুকভাঙা এলাকায় গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে ইউপিডিএফ-এর স্থানীয় ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র ‘কম্বল’ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ও আজ শুক্রবার (৭ ডিসেম্বর) দুই দিনে ১৪৭ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে ইউপিডিএফ-এর স্থানীয় ইউনিটের প্রতিনিধি বিভাষ চাকমা, ইউপি সদস্য তপন চাকমা, প্রিয়লাল চাকমা, স্থানীয় মুরুব্বী টনমুনি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সদস্য সচিব নিলয় চাকমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ইউপিডিএফ ও সংগঠনের নেতৃবৃন্দ জনগণের সুখ-দুঃখে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জনগণই পার্টির প্রধান শক্তি। একমাত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তিই সকল অপশক্তিকে প্রতিহত করে আন্দোলন বেগবান করতে পারে বলে তারা মন্তব্য করেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।