কাউখালীতে ইউপিডিএফ’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
37

কাউখালী : রাঙামাটির কাউখালী উপজেলায় ইউপিডিএফ-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে ইউপিডিএফ-এর কাউখালী ইউনিট-এর উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর ২০১৮, বুধবার  সকাল ৮.৩০টায় দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের উদ্দেশ্যে নির্মিত অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শহীদ বেদিতে ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরামের নেতৃবৃন্দ, এলাকার হেডম্যান, কার্বারী, গ্রামের মুরুব্বি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র/ছাত্রীরা পুষ্পস্তবক প্রদান করেন। পুষ্পস্তবক প্রদান শেষে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফ-এর সংগঠক প্রতিনিধি রবি চন্দ্র চাকমা ও কার্তিক চাকমা, হিল উইমেন্স ফেডারেশন-এর নেত্রী নীতি শোভা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নেতা নিকন চাকমা, জনপ্রতিনিধির পক্ষে ৩নং ঘাগড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কর্ণফুলি চাকমা, হেডম্যান প্রতিনিধি ১০১ নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান পুষ্পল কুসুম তালুকদার, কার্বারী প্রতিনিধি সুকুমার চাকমা এবং বিভিন্ন গ্রামের মুরুব্বিদের পক্ষে ললিত মোহন চাকমা।

সমাবেশে ইউপিডিএফের নেতৃবৃন্দ বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিয়ে ইউপিডিএফ পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ের ২০ বছর পূর্ণ করতে সক্ষম হয়েছে। এই নেতা-কর্মীদের যেমন শ্রম জড়িত রয়েছে তেমনি রয়েছে জনগণের অকুণ্ঠ সমর্থন। জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ আগামী দিনের লড়াই-সংগ্রাম এগিয়ে নিতে বদ্ধ পরিকর।

উপস্থিত হেডম্যান-কার্বারী ও মুরুব্বীগণ ইউপিডিএফ-এর আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে ঊষাতন তালুকদার ও খাগড়াছড়িতে নুতন কুমার চাকমাকে সিংহ মার্কায় ভোট দিয়ে জাতীয় ঐক্যকে আরো বেশি সুদৃঢ় করার আহ্বান জানান।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউপিডিএফ ও স্থানীয় দানশীল ব্যক্তিদের যৌথ উদ্যোগে কাউখালীর ৪টি ইউনিয়নের (ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া, ফটিকছড়ি) প্রত্যন্ত অঞ্চলের ৫০টি গ্রামে এক যোগে দুস্থদের মাঝে ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়। 


——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.