নান্যাচর : নির্বাচন কমিশনের ২য় পর্যায়ে ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির নান্যাচর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে জন্টিনা চাকমা(৩৩)-কে সংস্কারবাদী জেএসএস-এর লোকজন বিভিন্ন হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি পশ্চিম পাড়ার বাসিন্দা জন্টিনা চাকমা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে নান্যাচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। ফরম সংগ্রহ শেষে সেখান থেকে ফেরার পথে কতিপয় সংস্কারবাদী লোক তাকে কেন ফরম নিয়েছ’, ‘কোন দলের সমর্থনে ফরম নিয়েছ’… ইত্যাদি নানা প্রশ্ন করে মানসিক হয়রানি ও হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তিনি বাড়িতে ফিরে এসে এ ঘটনাটি জানান।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ২য় পর্যায়ে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ নান্যাচর উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সংস্কারবাদী জেএসএস-এর প্রগতি চাকমা। শক্তিমান চাকমা নিহত হওয়ার পর অনুষ্ঠিত উপনির্বাচনে সেনা-প্রশাসনের সহায়তায় তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।